Wellcome to National Portal

জেলা সমবায় কার্যালয়ের নতুন ইমেইল  dco.sunamganj@coop.gov.bd এ এখন থেকে ইমেল যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে জেলা সমবায় অফিস, সুনামগঞ্জ

এক নজরে সুনামগঞ্জে সমবায় কার্যক্রম 

 

তথ্যসমুহঃ

জেলার জনবল সংক্রান্ত তথ্য।   

উপজেলা ওয়ারী জনবল সংক্রান্ত তথ্য।

কেন্দ্রীয় সমবায় সমিতির তথ্য

জেলার সমবায় সমিতির পরিসংখ্যান।

উপজেলা ভিত্তিক সকল সমিতির সংখ্যা।

অডিট ফি সংক্রান্ত তথ্য।

সিডিএফ সংক্রান্ত তথ্য।

সুনামগঞ্জ জেলার জলমহাল ইজারাপ্রাপ্ত সমবায় সমিতি ও জলমহালের সংখ্যা 

আমদের কার্যক্রম

সমবায় সমিতিসমূহের কার্যক্রম

বঙ্গবন্ধু মডেল গ্রাম সম্পর্কিত তথ্য।

দুগ্ধ উন্নয়ন প্রকল্প

বঙ্গমাতা মহিলা সমবায় সমিতি সম্পর্কিত তথ্য।

শক্তিশালী করন প্রকল্প 

ফ্যামিলি ওয়েলফেয়ার প্রকল্প

ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য।

ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা অধীন গঠিত পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির তথ্য।

প্রধানমন্ত্রীর দপ্তরাধীন আশ্রয়ন প্রকল্প।

পাবলিক সার্ভিস ইনোভেশন আইডিয়া।


সুনামগঞ্জ জেলা সমবায় কার্যালয়ের জনবলের বিবরণীঃ

পদের নাম

অনুমোদিত পদের সংখ্যা

বর্তমান কর্মরত পদের সংখ্যা

মোট

শুন্য পদের সংখ্যা

মন্তব্য

পুরুষ

মহিলা

জেলা সমবায় কর্মকর্তা

০১

০১

 

০১

 

 

উপ-সহকারী নিবন্ধক

০১

 

 

 

০১

 

জেলা অডিটর

০১

 

 

 

০১

 

পরিদর্শক

১০

০৫

 

০৫

০৫

 

সরেজমিনে তদন্তকারী

০১

 

 

 

০১

 

প্রশিক্ষক

০১

 

 

 

০১

 

সহকারী প্রশিক্ষক

০১

০১

 

০১

 

 

প্রধান সহকারী

০১

 

 

 

০১

 

হিসাব রক্ষক

০১

 

 

 

০১

 

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

০২

০১

 

০১

০১

 

ক্যাশিয়ার

০১

 

 

 

০১

 

গাড়ী চালক

০১

 

 

 

০১

 

ক্যাশ সরকার

০১

০১

 

০১

 

 

অফিস সহায়ক

০৭

০৪

০২

০৬

০১

 

নিরাপত্তা প্রহরী

০১

০১

 

০১

 

 

মোট =

৩১

১৪

০২

১৬

১৫

 


উপজেলা সমবায় কার্যালয় সমুহের জনবলের বিবরণী 

পদের নাম

অনুমোদিত পদের সংখ্যা

বর্তমান কর্মরত পদের সংখ্যা

মোট

শুন্য পদের সংখ্যা

মন্তব্য

পুরুষ

মহিলা

উপজেলা সমবায় কর্মকর্তা

১১

১১

 

১১

-

-

সহকারী পরিদর্শক

২১

০৯

০১

১০

১১

-

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

১১

০২

০২

০৪

০৭

-

অফিস সহায়ক

১০

০৯

০১

১০

-

-

মোট =

৫৩

৩১

০৪

৩৫

১৬

-


কেন্দ্রীয় সমবায় সমিতির তথ্যঃ

ক্রঃ নং

সমিতির নাম

সমিতির সংখ্যা

সদস্য সংখ্যা (সমিতি)

০১

কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ

১১৬

০২

কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ

১৪৫

০৩

কেন্দ্রীয় মহিলা সমবায় সমিতি লিঃ

০৪

কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ

৬৮

০৫

অন্যান্য

২৩

 

মোট =

৩৬০


সুনামগঞ্জ জেলায় নিবন্ধিত প্রাথমিক সমবায় সমিতির সংখ্যা

ক্রঃ নং

সমিতির শ্রেণী

সমিতির সংখ্যা

সদস্য সংখ্যা

০১

কৃষি ও কৃষক সমবায় সমিতি লিঃ

২০

২৪৯৩

০২

মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ

৬৬৭

২৪২৩৯

০৩

শ্রমিক ও শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিঃ

২৩

২৫৭৬

০৪

ভুমিহীন সমবায় সমিতি লিঃ

৭০

০৫

মহিলা সমবায় সমিতি লিঃ

১২৩

০৬

অটোরিক্সা, টেম্পু মটর সমবায় সমিতি লিঃ

৩৮২

০৭

হকার্স সমবায় সমিতি লিঃ

১১২

০৮

মটর মালিক ও শ্রমিক সমবায় সমিতি লিঃ

১৯

৭৩৪

০৯

কর্মচারী/চাকুরীজীবী সমবায় সমিতি লিঃ

৯৪

১০

মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিঃ

৭৯

১১

যুব সমবায় সমিতি লিঃ

১০৯

১২

সার্বিক/আদর্শ গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

৪২

১২১৮

১৩

দোকান মালিক/ব্যবসায়ী/মালিক সমবায় সমিতি লিঃ

৫২

২০১৮

১৪

ভোগ্যপন্য সমবায় সমিতি লিঃ

১০৩

১৫

সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ

৯৪

৩৪৪২

১৬

বহুমুখী সমবায় সমিতি লিঃ

২৬

১২০৫

১৭

সার্বিক গ্রাম উন্নয়ন (সিভিডিপি) সমবায় সমিতি লিঃ

১৮০

১৩৮৩৫

১৮

ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ

২০

১৯

বঙ্গবন্ধু মডেল ভিলেজ সমবায় সমিতি লিঃ

৫৬৭

২০

ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ

৪০

২১

কৃষি সমবায় সমিতি লিঃ

৪৬

২২

পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ

৩৩

৯০৮১

২৩

আশ্রয়ন সমবায় সমিতি লিঃ

৪৬

১১২২৫

২৪

সঞ্চয় ও ঋণদান (কাল্ব) সমবায় সমিতি লিঃ

১১৫৬

২৫

সিআইজি সমবায় সমিতি লিঃ

৬১

১৪৬১

২৬

উৎপাদনমুখী সমবায় সমিতি লিঃ

৩০১

২৭

অন্যান্য প্রাথমিক সমবায় সমিতি লিঃ

৪২

৯৪৮


মোট =

১৩৪০

৬৭৬৭৭


উপজেলাওয়ারী সমবায় সমিতির সংখ্যার তথ্যঃ

ক্রঃ নং

উপজেলার নাম

সমিতির সংখ্যা

প্রাথমিক

কেন্দ্রীয়

০১

ছাতক

১৬৫

-

০২

দোয়ারাবাজার

৫৫

-

০৩

দিরাই

১২৭

-

০৪

শাল্লা

৯৯

-

০৫

জগন্নাথপুর

৮২

০১

০৬

শান্তিগঞ্জ

১৭৫

-

০৭

সুনামগঞ্জ সদর

১৫০

০৪

০৮

বিশ্বম্ভরপুর

৫১

-

০৯

জামালগঞ্জ

৮১

-

১০

তাহিরপুর

১০৮

০১

১১

ধর্মপাশা

২৪৭

-


সর্বমোট =

১৩৪০টি

০৬টি


মোটঃ (১) প্রাথমিক সমবায় সমিতির সংখ্যা  =১৩৪০ টি।

         (২) কেন্দ্রীয় সমবায় সমিতির সংখ্যা   = ০৬ টি।

 

অডিট ফি আদায় সংক্রান্ত তথ্যঃ

অডিট বৎসরঃ ২০২১-২০২২

শ্রেণী

ধার্য

আদায়

বকেয়া

সমবায় বিভাগীয় সমিতি

৯৪৪৮৫৩

৬২৫২১৩

৩০৯০৫০

বিআরডিবি ভুক্ত সমিতি

৪১০১০

৪১০১০

-

মোট =

৯৮৫৮৬৩

৬৬৬২২৩

৩০৯০৫০

 

সমবায় উন্নয়ন তহবিল আদায় সংক্রান্ত তথ্যঃ

অডিট বৎসরঃ ২০২১-২০২২                                          

শ্রেণী

ধার্য

আদায়

বকেয়া

সমবায় বিভাগীয় সমিতি

৩৩২৯৬২

২৮১৬৪০

৫১৩২২

বিআরডিবি ভুক্ত সমিতি

১৪৭৩২

১৪৭৩২

-

মোট =

৩৪৭৬৯৩

২৯৬৩৭২

৫১৩২২


সুনামগঞ্জ জেলার জলমহাল ইজারাপ্রাপ্ত সমবায় সমিতি ও জলমহালের সংখ্যাঃ

ক্রঃনং

উপজেলা

সমিতির সংখ্যা

জলমহালের সংখ্যা

৩টি

৪টি

০১

সুনামগঞ্জ সদর

৫২টি

৫২টি

০২

শান্তিগঞ্জ

৪৮টি

৪৮টি

০৩

জগন্নাথপুর

৩৮টি

৩৮টি

০৪

দিরাই

৪৫টি

৪৫টি

০৫

শাল্লা

২৩টি

২৩টি

০৬

জামালগঞ্জ

১৭টি

১৭টি

০৭

তাহিরপুর

২০টি

২০টি

০৮

বিশ্বম্ভরপুর

১০টি

১০টি

০৯

দোয়ারাবাজার

২০টি

২০টি

১০

ছাতক

৪০টি

৪০টি

১১

ধর্মপাশা

৪৯টি

৮৮টি

মোট

৩৬২টি

৪০১টি

 

আমাদের কার্যক্রমঃ

১. ধনী দরিদ্র নির্বিশেষে গণতন্ত্রমনা জনগণকে সমবায় আদর্শে উদ্বুদ্ধ করা এবং তাঁদের সমন্বয়ে সমবায় সমিতি গঠন,নিবন্ধন,

তত্তাবধান ও আইনগতভাবে নিয়ন্ত্রণ করা ।

২. নিবন্ধিত সমবায় সমিতির নিরীক্ষা,পরিদর্শন ও তদন্ত করা। সমবায় সমিতির বিভিন্ন অনিয়মের জন্য দোষী সদস্যদের দন্ড

প্রদান করা।

৩. সমবায় সমিতির বিভিন্ন ধরণের বিরোধ ও আপীল নিষ্পত্তি ও অকার্যকর সমিতির নিবন্ধন বাতিল করা ।

৪. সমবায় আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে সমবায়ের প্রচার, প্রকাশনা, সভা ও প্রশিক্ষনের আয়োজন করা।

৫. সরকার কর্তৃক বাস্তবায়িত আশ্রয়ণ/আবাসন,এলজিইডি,পানি উন্নয়ন বোর্ড ও সরকারী অন্যান্য প্রতিষ্ঠান গৃহীত কর্মসূচীর 

আওতায় সংগঠিত সমবায় সমিতি নিবন্ধন,ততবাবধান ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ।

৬. বৃক্ষরোপন,পরিবার পরিকল্পনা,গণশিক্ষা জনস্বাস্থ্য রক্ষা ইত্যাদি সরকারী বিভিন্ন উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ণে সহযোগিতা করা।

৭. সমবায় সংশিষ্ট সকল প্রকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন,ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম পরিচালনা করা ।

 

সমবায় সমিতি সমুহের কার্যক্রমঃ

বাঙালি জাতির  জনক,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশ গঠন ও অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন নিশ্চিতকল্পে সমবায় ভিত্তিক গ্রামীন অর্থনৈকিত ব্যবস্থা প্রচলনের পদক্ষেপ গ্রহন করেছিলেন। জাতীর পিতার কন্যা, গণতন্ত্রের মানস কন্যা,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সমবায়কে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মাধ্যম হিসাবে গুরত্বারূপ করেছেন। প্রান্তিক জনগোষ্ঠি ও গ্রামীন অর্থনৈতিক উন্নয়নে সুনামগঞ্জ জেলাধীন কেন্দ্রীয় সমবায় সমিতিগুলো বিশেষ ভুমিকা পালন করছে।

মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যদের জীবন মান উন্নয়নে জাল যার জলা তার নীতি করায় প্রকৃত মৎস্যজীবী সদস্যদের ব্যপক আর্থিক উন্নয়ন সাধিত হচ্ছে। নিবন্ধিত মৎস্যজীবী সমবায় সমিতি ভূমি মন্ত্রনালয়,জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছ থেকে জলমহাল ইজারা বন্দোবস্ত গ্রহন করে সমিতির সদস্যদের আর্থ সামাজিক উন্নয়ন ও বেকারত্ব দুরীকরণে গুরম্নত্বপুর্ণ ভুমিকা পালন করে। একই সাথে সদস্যদের মঝে সহজ শর্তে কর্জ দাদন করে সদস্যদের স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে। সরকারি ব্যবস্থাপনা নীতিমালা,২০০৯ এর আলোকে বন্দোবস্ত গ্রহনযোগ্য জলাশয়ের পরিচর্যার মাধ্যমে অত্র জেলার মৎস্য সম্পদ বৃদ্ধি এবং আমিষ জাতীয় খাদ্যের অভাব পূরণ হচ্ছে। আহরণকৃত মৎস্য এলাকার আমিষ জাতীয় খাদ্যের অভাব পূরণের পর পার্শ্ববর্তী জেলা সিলেট শহরে  ঢাকায় এবং দেশের বাইরে মৎস্য রপ্তানী করা হয়। সরকারি জলমহাল  ইজারা নিয়ে এ জেলার মৎস্যজীবী সমবায় সমিতিগুলো গত (২০২২-২৩)অর্থবৎসরে  প্রায় ১০ লাখ  মেট্টিক টন দেশীয় মাছ উৎপাদন ও বিপণন করেছেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা সমবায় সমিতি লি: গঠন করায় সমিতির সদস্যদের মাঝে উৎপাদনমুখী কার্যক্রম সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। ক্রেডিট কো-অপারেটিভ, ক্রেডিট ইউনিয়ন ও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাধ্যমে জনগণ আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং কৃষিকাজে সেচ সুবিধা পাচেছ যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং খাদ্য  উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করছে।

জলবায়ু ও জীবিকা উনয়ন সমবায় সমিতির মাধ্যমে সমিতির  মহিলা সদস্যদের জীবনমান উন্নয়নে ভুমিকা রাখার পাশাপাশি জলবায়ু উন্নয়নে ভুমিকা রাখছে । তাছাড় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি সমূহের মাধ্যমে এ জেলায় স্ব স্ব সমিতির সদস্যদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ কার্যক্রমে মাধ্যমে সদস্যদের ভাগ্যের পরিবর্তন ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়া হচ্ছে। আশ্রয়ন-২ প্রকল্পে গুচ্চাকারে নির্মিত একক ঘরের  উপকারভোগীদের জন্য ঋণ প্রদান ও দক্ষতা উন্নয়নমুলক কার্যক্রম পরিচালনার করায় আর্থিক সদস্যরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে । স্থানীয় সরকার বিভাগের LOGIC প্রকল্পের অধীনে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা দরিদ্র নারীদের নিয়ে জলবায়ু ও জীবিকা উন্নয়ন সমবায় সমিতি নিবন্ধন করা হয়েছে।

কৃষি ও অন্যন্য শ্রেনীর সমবায় সমিতি তাঁর সদস্যদের মাঝে কর্জ দাদন করে সদস্যদের বিভিন্ন ধরনের ব্যবসা বানিজ্য পরিচালায় সহযোগিতা করে স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে। কিছুকিছু সমিতি ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্নধরনের পণ্য উৎপাদন করে বিক্রি করে। বিশেষকরে মৎস্যজীবী এবং সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিগুলো  তাদের সদস্যদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের নিমিত্তে কাজ করে যাচ্ছে। সমিতির সদস্যদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সমিতির মাধ্যমে বিভিন্ন মূলক কর্মকান্ড পরিচালিত হয়ে থাকে। সমিতির সদস্যদের নিকট হতে আদায়কৃত মূলধন বিনিয়োগের মাধ্যমে অর্জিত মুনাফা হতে স্থানীয় স্কুল ও মাদ্রাসা, বৃদ্ধ অসহায়দের অনুদান, ও স্থানীয় মসজিদের উন্নয়নের জন্য অনুদান প্রদান সহ এতিমদের শিক্ষা বিসত্মারে সহযোগিতা প্রদান করে থাকে।


  • দরিদ্র জনগোষ্ঠিকে সংগঠিত করে সমবায়ের মাধ্যমে এক ছাতার নিচে এনে উন্নয়নের চাকা ত্বরান্বিত করছে ।
  • সঞ্চয়ের মাধ্যমে মূলধন সৃষ্টি করতে উৎসাহিত করছে এবং পুঁজি গঠনে ভুমিকা রাখছে ।
  • সমবায়ের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টিতে  ভুমিকা রাখছে ।
  • বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনশক্তি গঠনে ভুমিকা রাখছে  ।
  • সরকারের পক্ষ থেকে সমবায়ের মাধমে ঋণ প্রদান করে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী হতে সহায়তা করছে। ।
  • কেন্দ্রীয় সমিতির মাধ্যমে সমিতির সদস্যদের মাঝে ঋণ হিসাবে দাদন করে অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখছে   ।
  • সদস্যগণ ঋণ গ্রহন করে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন যেমন: হাস মোরগ পালন,কৃষিকাজ,ক্ষুদ্র ব্যবসা ইত্যাদি।
  • সমিতির সদস্য বিশেষত মহিলারা স্বাবলম্বী হচ্ছেন।
  • বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে    ।
  • কেন্দ্রীয় সমবায় সমিতি অডিট  ফি ও  সিডিএফ প্রদানের মাধ্যমে সরকারি রাজস্ব বৃদ্ধিতে সহযোগিতা করছে

 
 

বঙ্গবন্ধু মডেল গ্রাম সম্পর্কিত তথ্যঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথেই হাঁটছে সমবায় অধিদপ্তর। তিনি গ্রামভিত্তিক সমবায় (ভিলেজ কো-অপারেটিভ) গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সেটিই বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রাম থেকে শহরমুখী স্রোতকে হ্রাস করার লক্ষ্য নিয়ে উন্নত গ্রামীণ জীবনযাপনের সুযোগ-সুবিধায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিঃ, ডুংরিয়া, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ গঠন করা হয়েছে। ডুংরিয়া গ্রামের ৫,০০০(পাঁচ হাজার) জন মানুষ এ প্রকল্পটির উপকারভোগী হবেন। গ্রামে দুইটি ০১(এক) একর পুকুরে মৎস্য চাষ ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় দুইটি গরম্ন পালনের মাধ্যমে আধুনিক ও উত্তম পদ্ধতির প্রচলন করে  গ্রামীণ সামাজিক প্রতিষ্ঠান গুলোকে পুনর্জাগরণ এবং গ্রামীণ দারিদ্রে্যর হার কমানোর লক্ষ্যে কাজ করা হবে। আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে প্রায় ৫ হাজার ৬০০ বর্গফুটের দৃষ্টিনন্দন দ্বিতল কমিউনিটি ভবন নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলেছে। এই মডেল গ্রাম সমবায় সমিতি গঠনের পাশাপাশি জনগনের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়নের মাত্রাও বৃদ্ধি পাবে।প্রকল্পের মূল কার্যক্রম হচ্ছে, বঙ্গবন্ধুর আর্দশের গ্রাম সমবায় সংগঠিত করা, কৃষি উৎপাদনের যান্ত্রিক ও উত্তম পদ্ধতির প্রচলন করা।বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা শীর্ষক পাইলট প্রকল্পে, বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি প্রতিষ্ঠার মাধ্যমে ২৪৬ জন সমবায়ীকে বিভিন্ন ট্রেডে ১.৫০ কোটি টাকা ২৫টি ক্যাটগরীতে আবর্তক ঋণ প্রদান করা হয়েছে। ঋণ গ্রহণের মাধ্যমে মৎস্য চাষ, গাভী পালন, গরু মোটাতাজাকরণ, হাঁস মুরগী পালন এবং সময়োপযোগী কৃষি উৎপাদন বৃদ্ধির মাধমে অর্থনৈতিক স্বাবলম্বন অর্জনে সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।


বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিঃ, ডুংরিয়া, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

১) সদস্য সংখ্যা- ৫৭২জন

২) আদায়কৃত শেয়ার মুলধন-২,৮৬,০০০/- টাকা।

৩) আদায়কৃত সঞ্চয় আমানত-২,৮৬,০০০/- টাকা।

৪) দক্ষতা প্রশিক্ষন ৯টি(৫৪০ জন)।

৫) অবহিতকরন সভা ১১টি(৬৬০ জন)।

৭) সদস্যদের মধ্যেঋণ বিতরন  ১,৫০,০০,০০০/-(এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা (২৪৬ জন)।

২০২৩-২৪ অর্থবৎসরে সদস্যদের মধ্যেআরো বৃহৎ আকারে ঋণ বিতরনের পরিকল্পনা রয়েছে। যা অতি শীঘ্রই বাস্তবায়ন করা হবে। এছাড়া সমিতির সদস্যদের যৌথ চাষাবাদ পদ্দতি, সমন্বিত মৎস্য চাষ এবং আধুনিক কৃষিযন্ত্রপাতির মাধমে আধুনিক পদ্দতিতে চাষাবাদ করার প্রশিক্ষন দেয়া হবে।


দুগ্ধ ঘাটতি উন্নয়ন প্রকল্প

দুগ্ধ ঘাটতি উপজেলা হিসাবে এ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ৬০ জন পুরম্নষ ও ৪০জন নারীকে ২ (দুই) লক্ষ টাকা করে মোট ২,০০,০০০/- (দুই কোটি) টাকা আবর্তক ঋণ প্রদানের উদ্যেগ প্রক্রিয়াধীন রয়েছে এবং সদস্যদেরকে গাভী পালনের উপর বিশেষ প্রশিক্ষনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতি বিষয়ক তথ্যঃ 

সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত মোট ০৩টি উপজেলায় (তাহিরপুর, সুনামগঞ্জ সদর. শান্তিগঞ্জ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা  মুজিব মহিলা সমবায় সমিতি লি. নামে সমিতি নিবন্ধন করা হয়েছে (যা ডিপিপিতে ৩টি উপজেলার নাম উলেখ্য আছে)। পর্যায়ক্রমে জেলার প্রত্যেকটি উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা  মুজিব মহিলা সমবায় সমিতি লি.নামে গঠন করা হবে যা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট কতৃক অনুমোদনপ্রাপ্ত। ইতিমধ্যে সারা বাংলাদেশের ২০০টি উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতি গঠন করা হয়েছে।


শক্তিশালী করণ প্রকল্পঃ

১টি সমিতিকে ঋণ প্রদান করা হয়েছিল এবং সমস্ত কিস্তি আদায় হয়েছে।

ক্র.নং

প্রকল্পের নাম

উপকারভোগকারীর সংখ্যা

ঋণ তহবিল

(আসল)

বিতরণকৃত ঋণ (ক্রমপুঞ্জিত)

আদায় (ক্রমপুঞ্জিত)

অনাদায়ী

পুরম্নষ

মহিলা

আসল

সার্ভিস চার্জ

আসল

সার্ভিস চার্জ

শক্তিশালীকরন প্রকল্প

-

-

৬০০০০/-

-

১২৪৩০১

-

-

-



ফ্যামিলি ওয়েলফেয়ার প্রকল্পঃ 

ক্র.নং

প্রকল্পের নাম

উপকারভোগকারীর সংখ্যা

ঋণ তহবিল

(আসল)

বিতরণকৃত ঋণ (ক্রমপুঞ্জিত)

আদায় (ক্রমপুঞ্জিত)

অনাদায়ী (ক্রমপুঞ্জিত)

পুরম্নষ

মহিলা

আসল

সার্ভিস চার্জ

আসল

সার্ভিস চার্জ

ফ্যামেলি ওয়েলফেয়ার

০২

০১

১৫০০০

১৫০০০

১৫০০০

৩০০

--

--


ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রমঃ

(ক) ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যঃ-

জেলার নাম

বার্ষিক লক্ষ্যমাত্রা (২০২৩-২০২৪)

অগ্রগতি

সুনামগঞ্জ

কোর্সের সংখ্যা

সমবায়ীর সংখ্যা

সমাপ্ত কোর্সের সংখ্যা

সমবায়ীর সংখ্যা

৪৪

১১০০

০৪

১০০


জেলা সমবায় কার্যালয়,সুনামগঞ্জে একটি ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট রয়েছে।এ ইউনটের মাধ্যমেজেলার ১১ টি উপজেলায় সমবায়ীদের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ শিরোনামে সমিতি ব্যবস্থাপনা,হিসাব সংরক্ষণ,পশুপালন,মৎস্যচাষসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। ভ্রাম্যমাণ প্রশিক্ষনে উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা কৃষি কর্মকর্তা,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান/রিসোর্স পারসন প্রশিক্ষণ প্রদান করেন।ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট বার্ষিক প্রশিক্ষণ পঞ্জিকা অনুযায়ী প্রশিক্ষণ পরিচালনা করে থাকেন।


ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা অধীন গঠিত পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির তথ্যঃ

সমিতির সংখ্যা

ব্যবস্থাপনাধীন প্রকল্প

৩২

রাবার ড্যাম-০৪টি, স্নুইস গেইট- ১৭টি


দেশের পানি সম্পদের সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবহারের উদ্দেশ্যে ভূ-সম্পদ ও জলাশয়ের ব্যবহার এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, খাদ্য চাহিদাপূরণ, গ্রামীণ মানুষের কর্মসংস্থান ও উপার্জন বৃদ্ধি তথা আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষক্ষ্য এডিবি, ইফাদ, কাইজা ও নেদারল্যান্ডের সরকারের সহায়তায় এলজিইডি কর্তৃক ‘‘ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্প’’ বাস্তবায়ন চলছে। উক্ত প্রকল্পের সুষ্টু বাসত্মাবায়ন এবং টেকসই ভিত্তি(Sustainability) এর জন্য প্রকল্প এলাকায় উপকারভোগীদের সমন্বয়ে গঠিত হচ্ছে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস)। এ লক্ষক্ষ্য দপ্তরের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে সমবায় অধিদপ্তর এবংLGED অংশিদারিত্বের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। উক্ত প্রকল্পের অধীনে গঠিত পাবসসের বিধিবদ্ধ ও উন্নয়নমূলক কাজসমুহ যেমন- প্রশিক্ষণ, পরিদর্শন, বাৎসরিক অডিট সম্পাদন, নির্বাচন ইত্যাদি সমবায় অধিদপ্তর পরিচালনা করে।

 

সমবায় সেক্টরে পাবসসের ভূমিকাঃ

          ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পের একটি উপ-প্রকল্প তথা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) একদিকে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের শস্যের নিবিড়তা বাড়িয়ে অধিক উৎপাদন ঘটায় অপরদিকে তাদের আর্থ-সামাজিক স্বচ্ছলতার জন্য বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এ ক্ষক্ষত্রে নিমেণাক্ত কার্যক্রম বিষেশভাবে উলেস্নখ্য যোগ্যঃ

উৎপাদন সহায়ক ক্ষুদ্র অবকাঠামো যেমন- মাছ চাষের জন্য পুকুর/ছোট খাল খনন।

হাঁস-মুরগি, গবাদি পশু লালন পালন ইত্যাদি।

পাওয়ার টিলার, কৃষি উৎপাদনে সহায়ক এবং কৃষি কাজে ব্যবহারের জন্য বিভিন্ন যন্ত্রপাতি ও উপকরণ ক্রয়ের জন্য ঋণ প্রদান।

নির্দিষ্ট এলাকায় বিশেষ খালের পাড়ে বৃক্ষরোপণ।

স্ব-কর্মসংস্থান সৃষ্টির লক্ষক্ষ্য সেলাই কাজে প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র, বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ।

ক্ষুদ্রাকার পানি সম্পদের ব্যবহার নিশ্চিত করে কষি উৎপাদন বৃধি্দ করার লক্ষক্ষ্য জাইকা, এডিবি’র আর্থিক সহায়তায় এলজিইডি বিভাগ দেশের আভ্যন্তরীণ নদী, খাল, বিল, পাহাড়ী ছড়ার পানি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে শুকনো মৌসুমে সেচের পানি যোগান এবং অকাল বন্যা নিয়ন্ত্রণ করে কৃষিজ ফসল উৎপাদন বৃদ্ধি এবং অনাবাদী জমি সেচের আওতায় নিয়ে আসার কাজ শুরম্ন করে। এই প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলায় ৪টি রাবার ড্যাম, ১৭টি সস্নুইস গেইট নির্মাণ করা হয়েছে। খাল পুনঃখনন করা হয়েছে এবং বেরীবাঁধ নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পগুলো পরিচালনার জন্য জেলা সমবায় কার্যালয়, সুনামগঞ্জ থেকে ৩২টি পানি ব্যবস্থাপন সমবায় সমিতি নিবন্ধন প্রদান করা হয়েছে। এই সমিতিগুলো নির্মিত ষ্ট্রাকচারগুলো পরিচালনা করে এবং রক্ষণাবেক্ষণ করে। এই প্রকল্পের ফলে বিশেষ করে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা, জাহাঙ্গীরনগর, রঙ্গারচর ইউনিয়ন, ছাতক, জগন্নাথপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দিরাই এবং দোয়ারাবাজার উপজেলার বহু অনাবাদী জমি প্রথমবারের মত আবাদ হয়েছে এবং উত্তর সুরমা অঞ্চল এখন সবজী ও ধান উৎপাদনে উদ্বৃত্ত অঞ্চলে পরিণত হয়েছে।


প্রধানমন্ত্রীর দপ্তরাধীন আশ্রয়ন প্রকল্পঃ

সমিতির সংখ্যা

বাস্তবায়নাধীন উপজেলা

৪৬টি

ছাতক ও তাহিরপুর উপজেলা।


মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত আশ্রয়ন প্রকল্পেরআওতায়সমাজের আশ্রয়হীন, ভূমিহীনদের পূর্নবাসন, আত্ম-কর্মসংস্থান, প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে সামাজিকভাবে সচেতন ও দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ১৯৯৭ সালের ১ জুলাই ‘‘আশ্রয়ন প্রকল্প’’ গ্রহণ করা হয়। মুজিবর্ষ উপলক্ষে ঘরপ্রাপ্ত     উপকারভোগীদের নিয়ে ৪৪টি আশ্রয়ন সমবায় সমিতি নিবন্ধিত হয়েছে।


পাবলিক সার্ভিস ইনোভেশন আইডিয়া বাস্তবায়নঃ

সুনামগঞ্জ জেলার নাগরিক সেবায় উদ্ভাবনী পাইলটিং এর তালিকা

ক্রমিক নং

উপজেলা

নাগরিক সেবায় উদ্ভাবিত আইডিয়ার নাম যা পাইলটিং করা হচ্ছে

০১

সুনামগঞ্জ সদর

সমবায়ের মাধ্যমে স্বাক্ষর দানে স্বক্ষমতা অর্জন

০২

দক্ষক্ষণ সুনামগঞ্জ

মৎস্যজীবী সমবায় সমিতির জলমহাল ইজারায় অংশগ্রহণ সহজীকরণ

০৩

দিরাই

সমবায়ের মাধ্যমে বিপথগামী মানুষদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা

০৪

শাল্লা

সমবায়ের মাধ্যমে স্বনির্ভর আদর্শ গ্রাম প্রতিষ্ঠা

০৫

জগন্নাথপুর

স্বাবলম্বী মৎস্যজীবী সমবায় সমিতি গঠণ

০৬

ছাতক

সমবায়ের মাধ্যমে মনিপুরী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন

০৭

দোয়ারাবাজার

সমবায়ের মাধ্যমে স্বনির্ভর আদর্শ গ্রাম প্রতিষ্ঠা

০৮

বিশ্বম্ভরপুর

সমবায় সমিতির কার্যক্রম কম্পিউটারাইজড করণ

০৯

তাহিরপুর

সমবায়ের মাধ্যমে স্বনির্ভর আদর্শ গ্রাম প্রতিষ্ঠা

১০

ধর্মপাশা

সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র কুটির শিল্পভিত্তিক উৎপাদনমূখী টেকসই সমবায় সমিতি গঠণ


(ক) বৃক্ষরোপনঃ প্রতিটি উপজেলায় সমবায়ীদের মাধ্যমে তাদের বাড়ির আঙ্গিনায় এবং তাদের প্রকল্প এলাকায় বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ ও কার্যক্রম চলছে। সমবায়ীদের উদ্বুদ্ধ করার জন্য উপজেলা সমবায় অফিসারদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে।

(খ) ধূমপান বিরোধী কার্যক্রমঃ জনসচেতনতা বৃদ্ধি ও ধুমপান বিরোধী আন্দোলনে সমবায়ীদের সম্পৃক্ত করার

     মাধ্যমে ধুমপান বিরোধী কার্যক্রম অব্যাহত আছে।

(গ) যৌতুক বিরোধী কার্যক্রমঃ  সমবায়ীদের মধ্যে যৌতুক বিরোধী মনোভাব গড়ে তুলতে নিবিড়ভাবে প্রচারণা চালিয়ে যাওয়া হচ্ছে।



শুভেচ্ছান্তে

বশির আহমেদ

জেলা সমবায় অফিসার

সুনামগঞ্জ

জেলা সমবায় কার্যালয়, সুনামগঞ্জ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম...   সমবায় গড়ুন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অংশীদার হোন -------