Wellcome to National Portal

জেলা সমবায় কার্যালয়ের নতুন ইমেইল  dco.sunamganj@coop.gov.bd এ এখন থেকে ইমেল যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সুনামগঞ্জ জেলায় অর্জনসমূহ

সমবায় বিভাগের মাধ্যমে সুনামগঞ্জ জেলায় অর্জনসমূহ

(২০০৯ -২০২২ খ্রি. সন)

  • সুনামগঞ্জ জেলায় সমবায় সমিতির মাধ্যমে প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে ১,৮৯০ জন সমবায়ীর
  • সুনামগঞ্জ জেলায় সমবায় সমিতিগুলো নিজস্ব তহবিল হতে ক্ষুদ্র ঋণ খাতে বিনিয়োগ করেছে ৯,৬০,২৮,০০০/- টাকা। ইতিমধ্যে আদায় হয়েছে ৬,৫৭,২৪,০০০/- টাকা। ক্ষুদ্র ঋণ গ্রহণ করে সমবায়ীগণ স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে গিয়েছেন।
  • অডিট ফি   : ৪১,৭৯,৭২৯/- টাকা
  • সি.ডি. এফ : ২০,৯৬,৬৮৮/- টাকা
  • নিবন্ধন ফি  : ৩,৪৭,৪০০/- টাকা

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প

  • সার্বিক গ্রাম উন্নয়ন প্রকল্প
  • ছাতক উপজেলায় বাস্তবায়িত
  • প্রকল্পের আওতায় ৬০টি গ্রামের জনগোষ্ঠীকে সমবায়ের আওতায় এনে তাদের আয়বর্ধনমূল প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদের জীবনমান উন্নয়ন করা হয়েছে
  • মোট উপকারভোগীর সংখ্যা ৭,৬০২ জন ও ৪,১০২ টি পরিবার। প্রকল্পের মাধ্যমে ১,০৯০ জনের আত্মকর্মসংস্থান

 

 

 

 

পানি ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে সমবায়

  • সুনামগঞ্জ জেলায় এলজিইডি দপ্তরের ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নির্মিত স্লুইসগেট, রাবার ড্যাম, খাল ও বাঁধগুলোর সাহয্যে পাহাড়ি ছড়া, খাল, নদী ও বিলের পানি সঠিক ব্যবস্থাপনা করে শুষ্ক মৌসুমে সেচের পানি সরবরাহ করে সুনামগঞ্জ জেলায় সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক, জগন্নাথপুর, দিরাই, জামালগঞ্জ ও তাহিরপুরেরবিগত দশ বছরে অনাবাদী জমি চাষাবাদের আওতায় এনে নিরব সবুজ বিপ্লব ঘটিয়েছে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যরা। সবজি ঘাটতির অঞ্চল হিসেবে পরিচিত সুনামগঞ্জ সদর উপজেলা এখন শীতকালীন সবজি উদ্বৃত্ত অঞ্চলে পরিণত হয়েছে।
  • এ জেলায় ২৯ টি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এ সবুজ বিপ্লবের গর্বিত অংশীদার।
  • সুনামগঞ্জ জেলার হাওড়, নদী, বিলগুলো ইজারা নিয়ে এ জেলার মৎস্যজীবী সমবায়ীরা জলমহালগুলোর উন্নয়নের পাশাপাশি স্বাদু পানির মাছের উৎপাদন বৃদ্ধি করে দেশের আমিষের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
  • এ জেলায় মোট ৬৭৫টি মৎস্যজীবী সমবায় সমিতি আছে। সমিতিগুলোর সদস্য সংখ্যা ২৩,৬৩৬ জন।

 

সমবায়ের মাধ্যমে
টাঙ্গুয়ার হাওড় উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং হাওড় ট্যুরিজম

 

  • টাঙ্গুয়ার হাওড়ের জীববৈচিত্র রক্ষা, সংরক্ষণ এবং হাওড়পাড়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক গৃহিত প্রকল্প বাস্তবায়নের সহায়তার জন্য ইতিমধ্যে ৪১টি টাঙ্গুয়ার  হাওড় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি নিবন্ধন করা হয়েছে।
  • নিজস্ব ব্যবস্থাপনায় টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ এবং নিরাপদ অবস্থান নিশ্চিত করতে এসকেএসএস লি. নামে একটি সমবায় সমিতি সুনামগঞ্জ সদর থেকে অপারেট করছে। তাদের নিজস্ব ব্যবস্থাপনায়  সুনামগঞ্জ সদরে একটি গেস্টহাউজ আছে।
  • জেলা সমবায় কার্যালয়, সুনামগঞ্জ এর অধীনে একটি ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট রয়েছে। এই ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট বাৎসরিক ক্যালেন্ডার মোতাবেক  এ জেলার ১১টি উপজেলায় নির্দিষ্ট লক্ষ্যমাত্রা মোতাবেক সমবায়ীদের বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে থাকে। 

ভ্রাম্যমান প্রশিক্ষণ

 

  • জেলায় বিগত দশ বছরে মোট  ২৭১ টি ভ্রাম্যমান প্রশিক্ষণের মাধ্যমে     জন ৬,৭৭৫ সমবায়ীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • সমবায় অধিদপ্তর এর অধীনে বাংলাদেশ সমবায় একাডেমী,কোটবাড়ী, কুমিল্লা এবং দেশের ৯টি জেলায় আঞ্চলিক সমবায় ইনিস্টিটিউট রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে সারা বছর নির্ধারিত ক্যালেন্ডার মোতাবেক সমবায়ী ও সমবায় কর্মকর্তাগণকে প্রশিক্ষণ প্রদান করে দক্ষ কর্মশক্তি হিসেবে গড়ে তোলা হচ্ছে।
  • কম্পিউটার, মাছ চাষ, হাঁস-মুরগি ও গবাদি পশুপালন, সেলাই, এমব্রয়ডারী, ব্লক, বাটিক ও বুটিক, মোবাইল রিপেয়ারিং, হিসাব সংরক্ষণ, সমবায় ব্যবস্থাপনা ইত্যাদি ট্রেড ভিত্তিক প্রশিক্ষন প্রদান করা হয়ে থাকে। সুনামগঞ্জ জেলা থেকে কোটা ভিত্তিক সমবায়ীদের প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়েছে।  

জেলা সমবায় কার্যালয়, সুনামগঞ্জ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম...   সমবায় গড়ুন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অংশীদার হোন -------