Wellcome to National Portal

জেলা সমবায় কার্যালয়, সুনামগঞ্জে অনলাইনে সমবায় সমিতি নিবন্ধন  চালু  রয়েছে সংশ্লিষ্ট উপজেলায় যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিবন্ধনসহ অন্যন্য সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করা হল।  https://idp-v2.live.mygov.bd/login     service.rdcd.gov.bd

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

ভিশন ও মিশন

 

   জেলা সমবায় কার্যালয়, সুনামগঞ্জ এর ভিশন ও মিশনঃ

বর্তমান সরকার রুপকল্প ২০৪১ এর যথাযথ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ ও সুশাসন সংহত করণে সচেষ্ট এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে বদ্ধপরিকর। সরকারের সেই উদেশ্য বাস্তবায়নে জেলা সমবায় কার্যালয়, সুনামগঞ্জ দক্ষ এবং গতিশীল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছে। সরকারের রুপকল্প ২০৪১ এবং এসডিজি অর্জন এবং ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে জেলা সমবায় কার্যালয় সুনামগঞ্জ, দক্ষতার সাথে গতিশীলভাবে কাজ করে যাচ্ছে। রুপকল্পের রুপরেখা হিসাবে জেলা সমবায় কার্যালয়, সুনামগঞ্জ অত্র জেলার ১১টি উপজেলা সমবায় কার্যালয়ের সঙ্গে বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি স্বাক্ষর করেছ। আগামীর অভিলক্ষ্য হিসাবে জেলা সমবায় কার্যালয় নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহন করেছে। যথাঃ

  • উৎপাদনমুখি সমবায় সংগঠন করা হবে;
  • চাহিদাভিত্তিক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ প্রদান করা হবে;
  • বার্ষিক নির্বাচনী ক্যালেন্ডার মোতাবেক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা হবে;
  • সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
  • সরকারের রাজস্ব আয় হিসাবে সমবায় সমিতিগুলো হতে নিরীক্ষা ফি ও সমবায় উন্নয়ন তহবিল আদায় করা হবে।
  • সমবায়ীর আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
  • মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ হতে সরাসরি নাগরিকদের সেবা প্রদান করা হবে। 

জেলা সমবায় কার্যালয়, সুনামগঞ্জ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম...   সমবায় গড়ুন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অংশীদার হোন -------