সুনামগঞ্জ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে বিপর্যস্ত জেলার সব কার্যক্রম স্বাভাবিকভাবে বিঘ্ন ঘটছে যার কারণে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।জেলা সমবায় কার্যালয় সম্পূর্ণভাবে বন্যার পানিতে নিমজ্জিত হওয়ার কারণে এবং দাপ্তরিক সব নথি ও অন্যান্য সরঞ্জামাদি বিনষ্ট হওয়ার জন্য দাপ্তরিক কার্যক্রম করা যাচ্ছে না বলে জেলা সমবায় কার্যলয় দুঃখ প্রকাশ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক ও দাপ্তরিক লজিস্টিক সাপোর্ট পাওয়া মাত্রই কার্যক্রম শুরু করা হবে। আপতকালীন এই সময়ে সেবা প্রত্যাশীদের সহনশীলতা ও সহযোগিতে কামনা করছি।
যেকোনো প্রয়োজনে নিম্নের নাম্বার ও দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হল
১/ বশির আহমেদ - জেলা সমবায় কর্মকর্তা ঃ ০১৯৯০৬৫৩৮০৭
২/ আবুল কালাম ফরাজি উপ-সহকারী নিবন্ধকঃ ০১৭৪১২০৩১৯৪
৩/ লিপি রানি পরিদর্শক ঃ ০১৭৪৩৬৪৯৩৯৯
৪/ টিপু সুলেমান পরিদর্শকঃ ০১৭৪৯৭১৩৮২২
৫/ জাহাঙ্গির হোসেন পরিদর্শক ঃ ০১৯১৩০৯৪০৯৭
৬/ শফিকুল ইস্লামঃ ০১৬৩১১৩০২৫৯
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস